নরওয়েতে যৌন নিপীড়নের শিকার শরণার্থী শিশুরা

নরওয়েতে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয়কেন্দ্রে যৌন নিপীড়নের অভিযোগনরওয়েতে অভিবাসন প্রত্যাশীদের জন্য নির্ধারিত সাময়িক আশ্রয়কেন্দ্রগুলোতে শিশুরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এরইমধ্যে এ ধরনের বেশ কয়েকটি অভিযোগের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে প্রতিবেশী দেশ সুইডেনে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয়কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
জাতীয় অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা অ্যাক্সেল উইলহেম ডুয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, গত বছরের শেষ দিকে কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঠিক কতজন শিশু নিপীড়নের শিকার হয়েছে তা জানানো হয়নি।
ডুয়ে জানান, সাময়িক আশ্রয়কেন্দ্র পরিদর্শনকারী কিংবা আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ পর্যায়ে অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
গত বছর নরওয়েতে অভিবাসনের জন্য আবেদন করেছেন ৩১ হাজারেরও বেশি মানুষ। এরমধ্যে ৫,৩০০ জন অপ্রাপ্তবয়স্ক এবং সঙ্গীহীন।
এদিকে সুইডেনে অভিবাসন প্রত্যাশীদের ওপর হামলার পরিকল্পনাকারী সন্দেহে অন্তত ১৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার বেশ কিছু অস্ত্রসহ স্টকহোম থেকে ৬০ কিলোমিটার দক্ষিণের এলাকা নিনাশাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের সঙ্গে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে অভিবাসনের আবেদন বাতিল হয়ে যাওয়া ৮০ হাজার অভিবাসন প্রত্যাশীকে বিতাড়িত করার ঘোষণা দেয় সুইডেন। সূত্র: আলজাজিরা

/এফইউ/বিএ/