নাইজেরিয়ার শরণার্থী শিবিরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৭০

নাইজেরিয়ার শরণার্থী শিবিরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৭৮ জন। স্থানীয় সময় বুধবার রাতে সরকারী সূত্রের তরফে হামলার খবর নিশ্চিত করা হয়।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরির শরণার্থী শিবিরে মঙ্গলবার সকালে এই হামলা চালান ২ জন নারী আত্মঘাতী। নাইজেরিয়ার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র আহমেদ সাতোমি আল জাজিরাকে জানিয়েছেন, এই ঘটনায় তৃতীয় একজন নারীকে পুলিশ গ্রেফতার করেছে।

শরণার্থী শিবিরের ফাইল ছবি

গ্রেফতার হওয়া নারীই অন্য দুইজনের হামলার ব্যাপারে তথ্য দেন পুলিশকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওই নারীর শরীরেও বোমা ছিলো। তবে শরণার্থী শিবিরে তার মা-বাবা এবং ভাই-বোনরা অবস্থান করতে পারেন; এই শঙ্কা থেকে তিনি তার শরীরের বোমার বিস্ফোরণ ঘটাননি।

স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, আত্মঘাতী এই বোমা হামলায় আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

নাইজেরিয়ায় সশস্ত্র ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় ঘরবাড়ি ছেড়ে প্রায় ৫০ হাজার লোক ওই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এলাকাটি বোকো হারামের শক্ত ঘাঁটি বলে জানা গেছে। 

বর্ন রাজ্যের শরণার্থীরা

জরুরি ব্যবস্থাপনার কর্মকর্তারা বলেছেন, বুধবার মাইদুগুরির ৮৫ কিলোমিটার উত্তর পূর্বে ৫১ জনকে সমাহিত করা হয়েছে।  স্বাস্থ্যকর্মীরা জানান, ৫টি মরদেহ প্রধান হাসপাতালে রয়েছে।

সরকারী সূত্রের দাবি, ঘটনাটি এতোটাই প্রত্যন্ত অঞ্চলে ঘটেছে যে, দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে তা সময়মতো জানা যায়নি। সূত্র: আল জাজিরা, ডেইলি মেইল

/বিএ/