মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত ৬০



মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে একটি কারাগারে দাঙ্গায় অন্তত নিহত হয়েছেন অন্তত ৬০ জন। আহতের সংখ্যা কমপক্ষে কয়েক ডজন। বৃহস্পতিবার মনতেরি শহরের ওই কারাগারটিতে এ দাঙ্গা বাধে। এ সময় কয়েদিরা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

তপো চিকো নামের ওই কারাগারটিতে দাঙ্গা ও দাঙ্গায় হতাহতের খবর নিশ্চিত করেছেন কারা কর্মকর্তারা।

noname

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দাঙ্গার সূত্রপাত হয়। হতাহতের পাশাপাশি দাঙ্গার সুযোগে অনেক বন্দি পালিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। অবশ্য কোনও কয়েদির পালানোর খবর নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কারাগারে দাঙ্গার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন কয়েদিদের স্বজনরা। এ সময় তারা কারাগার সংলগ্ন সড়ক অবরোধ করে রাখেন।

সড়ক অবরোধে অংশ নেওয়া এক নারী বলেন, ‘আমি এটা জানতে চাই যে, আমার মেয়ে ভালো আছে। সে শারীরিকভাবেও অসুস্থ।’

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অপ্রীতিকর ওই ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুখ্যাত মাদক পাচারকারী দল জিটাসের বেশ কয়েকজন সদস্য জেল থেকে পালানোর চেষ্টা করলে দাঙ্গার সূত্রপাত হয়।

কিছুদিনের মধ্যে মেক্সিকোর একটি কারাগার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে পোপ ফ্রান্সিসের। সম্ভাব্য ওই সফরের আগেই এই দাঙ্গার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দাঙ্গার কারণ জানা যায়নি। সূত্র: ইন্ডিপেনডেন্ট, বিবিসি।

/এমপি/