দুর্ঘটনায় বাবা-মায়ের মৃত্যু, গাড়িতে আটকে পড়া ছোট ভাইকে রক্ষা করলো ৫ বছরের মেয়ে

সড়ক দুর্ঘটনায় বাবা-মা নিহত হয়েছেন। বিধ্বস্ত গাড়িতে মৃত বাবা-মায়ের পাশে দুই দিনের বেশি সময় ধরে আটকে পড়ে তিন শিশু। গাড়ির ভেতরে বাড়ছিল তাপমাত্রা। সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র ১ বছর। গাড়ির শিশু সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিল সে। এমন অবস্থায় তাকে সিট থেকে মুক্ত করে সঙ্গে থাকা পাঁচ বছর বয়সী বড় বোন।  পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত অঞ্চলে।  

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকালে রাজধানী পার্থ থেকে ২৮০ কিলোমিটার পূর্ব দিকে কনদিনি নামের এলাকায় বিধ্বস্ত ল্যান্ড রোভার গাড়িটি উদ্ধার করা হয়েছে।

তিন শিশুর অভিভাবক সিন্ডি ব্র্যাডক (২৫) ও জ্যাক ডে (২৮)-কে ঘটনাস্থলেই নিহত বলে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ।

দুর্ঘটনার পর তিন সন্তান গাড়িতে আটকে পড়ে। এক উদ্বিগ্ন স্বজন তাদের সন্ধান পাওয়ার আগ পর্যন্ত তিন শিশু গাড়িতে মৃত বাবা-মায়ের পাশে ছিল।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বড়দিনের উৎসবে যোগ না দেওয়ায় সোমবার তাদের নিখোঁজ বলে পুলিশের কাছে জানানো হয়।  

শিশুদের আত্মীয় মাইকেল রিড বলেছেন, শিশুর সিট থেকে ছোট ভাইকে মুক্ত করে তাদের জীবন রক্ষা করেছে ৫ বছরের মেয়ে। তিনি বলেন, ১ বছর বয়সী ভাইকে যদি গাড়ির সিট থেকে মুক্ত করা না হতো তাহলে আজ আমরা তাকে পেতাম না। অপর ভাইয়ের বয়স ২ বছর। 

তিনি আরও বলেছেন, আবহাওয়া উত্তপ্ত হওয়ার কারণে তাদের পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। ৩০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাদেরকে ৫৫ ঘণ্টা গাড়িতে থাকতে হয়েছে। কেউ জানে না কোনও পরিস্থিতির মধ্যে দিয়ে তিন শিশুকে যেতে হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভয়াবহ পানিশূন্য অবস্থায় শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। কয়েক দিনের মধ্যে তারা হাসপাতাল থেকে ছাড়া পাবে।