চীনের সঙ্গে আলোচনা রাশিয়ার

দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। ফোনে চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক এবং বাস্তব সহযোগিতার উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠার নীতির সমালোচনা করেছেন।

বিবৃতিতে রাশিয়া ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করা হয়।

ফোনালাপে সের্গেই ল্যাভরভ এবং কিন গ্যাং বিশ্বের মৌলিক সংকটগুলোর ব্যাপারে সমন্বিত দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার উপর জোর দেন।

৫৬ বছরের কিন গ্যাং ২০২১ সালের জুলাই থেকে ওয়াশিংটনে বেইজিংয়ের রাষ্ট্রদূত ছিলেন। এ বছরের গোড়ার দিকে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।