বিমান বাহিনীর আস্ত রণতরি ডুবিয়ে দিলো ব্রাজিল

বিষাক্ত বর্জ্য ছড়ানোর শঙ্কার পরও নিজেদের বিমান বাহিনীর পরিত্যক্ত ‘সাও পাওলো’ রণতরিটিকে আটলান্টিক মহাসাগরে পরিকল্পিতভাবে ডুবিয়ে দিয়েছে ব্রাজিল। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ব্রাজিলের উপকূলে এ ঘটনা ঘটে।

ব্রাজিলের নৌ বাহিনী বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিকে ব্রাজিলের উপকূল থেকে প্রায় ৩ শ’ ৫০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের আনুমানিক ৫ হাজার মিটার গভীরে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত একটি এলাকায় ডুবিয়ে দেওয়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ছয় দশকের পুরনো সাও পাওলো জাহাজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাজিলীয় কর্তৃপক্ষ জাহাজটিকে ভেঙ্গে ফেলার জন্য একটি বন্দর খুঁজে বের করার চেষ্টা করে। কোনও বন্দর কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় ব্রাজিল আটলান্টিক মহাসাগরে জাহাজটিকে ডুবিয়ে দেয়।

এই রণতরীতে থাকা বিষাক্ত বর্জ্য সাগরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর আগে ব্রাজিলের প্রতিরক্ষা কর্তৃপক্ষরা বলেন, রণতরিটিকে সবচেয়ে নিরাপদ জায়গায় ডুবিয়ে দেওয়া হবে। কিন্তু পরিবেশবাদীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যে, বিমান বাহিনীর জাহাজে প্রচুর পরিমাণে অ্যাসবেস্টস, ভারী ধাতু ও অন্যান্য বিষাক্ত পদার্থ রয়েছে। এসব বর্জ্য সাগরে মিশিয়ে পরিবেশকে বিপন্ন করে তুলতে পারে।