তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে কিশোরকে জীবিত উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পঞ্চম দিন শনিবার তাকে উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তুরস্কে হাতায় প্রদেশে ১৩ বছর বয়সী এই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়। ১২৮ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হলো। 

কিশোরটির নাম আরদা কান ওভুন। ছবিতে দেখা গেছে, শনিবার সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে স্ট্রেচারে বের করা হচ্ছে। 

সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পঞ্চম দিন শনিবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ২১ হাজার ৪৩ জন। সিরিয়ায় সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল মিলে মৃতের সংখ্যা ৩ হাজার ৫৫৫ জন।