অর্থের বিনিময়ে মিলবে ফেসবুক-ইনস্টাগ্রামের ব্লু ব্যাজ

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন খবর নিয়ে এলো মেটার নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ। ব্যবহারকারীরা অর্থের বিনিমিয়ে ব্লু ব্যাজ পাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। অর্থাৎ প্রতি মাসে নির্দিষ্ট অংকের বিনিময়ে এই সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

মেটা জানিয়েছে, ভেরিফাইড অর্থাৎ নামের পাশে ব্লু ব্যাজ পেতে হলে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার গুনতে হবে। আর আইফোন ব্যবহারকারীরা যদি এই সুযোগ নিতে চান তবে তাদের গুনতে হবে মাসে ১৪ দশমিক ৯৯ ডলার।

মেটার নতুন এ সুযোগ চলতি সপ্তাহ থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু হচ্ছে। ধাপে ধাপে অন্যান্য দেশেও চালু হবে।

ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্টে বিবৃতিতে ভেরিফিকেশন ফি চালুর বিষয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘আমাদের সেবার সত্যতা ও নিরাপত্তা নিশ্চিতে এ ফিচারটি দারুণ ভূমিকা রাখবে।’

মেটার তরফ থেকে জানানো হয়েছে, যারা ‘ব্লু’ ব্যাজের জন্য অর্থ দেবেন, তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল নিজ নিজ দেশের সরকারি পরিচয়পত্র দিয়ে যাচাই করা হবে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি সুরক্ষা পাবেন।

তবে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট ইতিমধ্যে ভেরিফায়েড আছে, সেগুলোর ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।

২০২২ সালের নভেম্বরে প্রথমবার টুইটারে ব্লু সাবস্ক্রিপশন কার্যকরের ঘোষণা দিয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেন এলন মাস্ক। সূত্র: বিবিসি