২৪ ঘণ্টায় দুটি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভানুয়াতু

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইটি বড় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ। অবস্থা বিবেচনায় শুক্রবার (৩ মার্চ) দেশটিতে জারি  হয়েছে জরুরি অবস্থা।

শুক্রবার (৩ মার্চ) ৬ দশমিক ৫ এবং ৫ দশমিক ৪মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার পর চার মাত্রার পর পর দুইটি কেভিন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রশান্ত মহাসাগরীয়  দ্বীপরাষ্ট্রটি।

এর আগে বুধবার (১ মার্চ) দেশটির রাজধানী পোর্ট ভিলাতে আঘাত হানে ঘূর্ণিঝড় জুডি। বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরটির ক্ষয়ক্ষতি সারিয়ে উঠতে না উঠতে শুক্রবার ফের ঘূর্ণিঝড় কেভিনের কবলে পড়ে ওশেনিয়া মহাদেশের রাষ্ট্রটি।

দুর্যোগে স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, বিদ্যালয়সহ প্রায় সব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়ে পড়েছে কঠিন।

বিধ্বস্ত দেশটিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে রেডক্রস, ইউনিসেফসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। সাহায্যের হাত বাড়িয়েছে ফিজি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ।

ভানুয়াতু রেডক্রস সোসাইটির মহাসচিব ডিকিনসনতেভি বলেন, ‘মানুষ বিপদ টের পেলেও ঘূর্ণিঝড়ের প্রবল বাতাসের কারণে বাইরে বের হতে পারেনি।’

শুক্রবার রাতে পোর্টভিলায় আঘাত হানে ঘূর্ণিঝড় কেভিন। শনিবার সকালে দক্ষিণের তাফিয়া দ্বীপের দিকে মুখ ছিল ঝড়টির। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ঘূর্ণিঝড়টি ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে থেমে যাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা