X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৫, ০২:৪০আপডেট : ০৮ মে ২০২৫, ১৩:২০

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, গত রাতে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত একটি ভুল করেছে। তিনি বলেন, তাদেরকে এর মূল্য দিতে হবে। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি, যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’

ভাষণে তিনি বলেন, ভারতের হামলার জবাব দিচ্ছে ইসলামাবাদ যদিও তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ভারতের হামলার জবাবে ভারতীয় জেট বিমান ভূপাতিত করেছে। যদিও দিল্লি এই দাবি নিশ্চিত করেনি।

তবে প্রধানমন্ত্রী বলেন, এটি ছিল আমাদের পক্ষ থেকে তাদের প্রতি একটি জবাব।

জাতির উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, ‘তারা কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত রাতে প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না।’

তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

প্রধানমন্ত্রী শেহবাজ দেশের সামরিক, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন যে সমগ্র জাতি তাদের জন্য গর্বিত।

শেহবাজ শরিফ বলেন, আমার পাকিস্তানি জনগণ, আপনাদের নিরাপত্তার জন্য, আমাদের সেনাবাহিনী ও আমাদের জনগণ—আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে দাঁড়াব এবং বিজয় অর্জন করব।

তিনি ভাষণ শেষ করেন এই বলে যে, দেশের নিরাপত্তার জন্য তিনি পাকিস্তানি জনগণের সাহস ও মনোবল প্রয়োজন বলে মনে করেন। বলেন, কারণ আমরা সবাই সত্যের জন্য লড়ছি, ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন।

পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের বিমান হামলা ও নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবিনিময়ে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে তাদের নিয়ন্ত্রিত সীমান্ত অঞ্চলে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ভারতের দাবি, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো ক্ষেপণাস্ত্র হামলা ছিল গত মাসে পাহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী জঙ্গি হামলার প্রতিশোধ। অবশ্য ইসলামাবাদ এর সঙ্গে জড়িতের কথা অস্বীকার করেছে।

/এস/
সম্পর্কিত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ