ইনস্টাগ্রাম বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী

মেটা প্ল্যাটফর্মের ইনস্টাগ্রামে ঢুকতে পারছেন না যুক্তরাষ্ট্রের হাজার হাজার ব্যবহারকারী। ডাউনডিটেক্টর বলছে, দেশটিতে ৪৬ হাজার ব্যবহারকারী বুধবার তাদের অভিযোগ জানিয়েছেন। তারা ফটো-শেয়ারিং প্ল্যাটফর্মে অ্যাক্সেস নিতে পারছেন না।

এ ছাড়া যুক্তরাজ্যে প্রায় দুই হাজার এবং ভারত ও অস্ট্রেলিয়া থেকে এক হাজারের বেশি ব্যবহারকারী সমস্যায় পড়েছেন।

এ ঘটনায় মেটা এখনও প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: রয়টার্স