জম্মু-কাশ্মির চীনে!

টুইটারে জম্মু ও কাশ্মিরটুইটারের লোকেশন অপশনে জম্মু ও কাশ্মিরকে পাকিস্তান ও চীনের অংশ হিসেবে দেখানো হচ্ছে। সেখানে ভারতের নামগন্ধও নেই। আর তা নিয়েই ক্ষুব্ধ হয়েছেন ভারতীয়রা। তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
টুইটারে যখন তাদের লোকেশন সার্ভিসের আওতায় জম্মু লেখা হচ্ছে, তখন তাকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হচ্ছে। আর জম্মু ও কাশ্মির লেখা হচ্ছে, তখন তাকে দেখানো হচ্ছে চীনের অংশ হিসেবে।
উল্লেখ্য, লোকেশন অপশন টুইটারের স্বয়ংক্রিয় সেবা। এখানে কোন একটি স্থানের নাম লিখলেই তা কোন দেশের তা স্বয়ংক্রিয়ভাবে দেখিয়ে থাকে মাইক্রো ব্লগিং সাইটটি।
এ নিয়ে টুইটারের তরফে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এটাকে একটি অনিচ্ছাকৃত যান্ত্রিক ত্রুটি বলেই মনে করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/বিএ/