পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ন্যায্য: বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে ন্যায্য বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে পুতিনের আগ্রাসন স্পষ্টতই যুদ্ধাপরাধমূলক কর্মকাণ্ড। এক প্রতিবেদনে শনিবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এই গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করে জো বাইডেন বলেন, ‘পুতিনের কর্মকাণ্ড অবশ্যই যুদ্ধাপরাধ এবং তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরয়ানাকে ন্যায্য মনে করি।’

তবে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন বলছে তারা আইসিসিকে স্বীকৃতি দেয়নি। ফলে রাশিয়াকে বিচারের এখতিয়ার আদালতটির নেই।

রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রও আইসিসি’কে স্বীকৃতি দেয়নি। এ পরিপ্রেক্ষিতে বাইডেন বলেন, ‘আন্তর্জাতিকভাবে আইসিসির প্রতি আমাদের স্বীকৃতি না থাকলেও আমি মনে করি এটি বেশ জোরালো একটি অভিযোগ উত্থাপন করেছে।’

ইউক্রেনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১৪ হাজার ৭০০ শিশুকে বেআইনিভাবে রাশিয়ায় স্থানান্তর করেছে পুতিন প্রশাসন। এর মধ্যে শুধু মারিউপোল থেকেই হাজারেরও অধিক শিশুকে স্থানান্তর করা হয়েছে।

ইউক্রেনীয় ভূখণ্ড থেকে বেআইনিভাবে শিশু ও বাসিন্দাদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগ তুলে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার অধিদফতরের কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে সংস্থাটি।