বুচা শহর ঘুরে দেখলেন জাপানের প্রধানমন্ত্রী

অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিশিদার এই সফরকে ‘ঐতিহাসিক সফর’ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের উদ্দেশে মঙ্গলবার (২১ মার্চ) কিয়েভে সরকারি সফরে যান তিনি।

মঙ্গলবার ইউক্রেনে পৌঁছে কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর পরিদর্শন করেন কিশিদা। শহরটি ২০২২ সালের শুরুর দিকে কয়েক সপ্তাহ রুশ সেনাদের দখলে ছিল। বুচায় বেসামরিক বাসিন্দাদের ওপর হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে রুশ সেনাদের বিরুদ্ধে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে মস্কো।

কিশিদার সফরের প্রশংসা করে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিনে ঝাপারোভা বলেন, ‘কিশিদার ঐতিহাসিক এই সফর ইউক্রেনের সঙ্গে জাপানের সহযোগিতা ও সংহতিময় সম্পর্কের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘নিকট ভবিষ্যতে ইউক্রেনের বিজয়ে জাপানের অবদান ও দৃঢ় সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’

ইউক্রেন সংকট নিরসনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মস্কো সফরের পরপরই কিয়েভ সফর করলেন কিশিদা। শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট জি-৭ এর সর্বশেষ সদস্য হিসেবে ইউক্রেন সফর করলেন তিনি। এ বছর মে মাসে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের স্বাগতিক দেশ জাপান।

সূত্র: এএফপি