ঐতিহাসিক কিউবা সফরে ওবামা

আগামী সপ্তাহে কিউবা সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ল্যাটিন আমেরিকা সীমান্ত সফরের অংশ হিসেবেই তিনি কিউবা সফরে যেতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কিউবা সরকার জানিয়েছে, ওবামার সফরকে তারা স্বাগত জানাতে চান, তবে কিউবার কোন আভ্যন্তরীণ বিষয়ে তার হস্তক্ষেপ কাম্য নয়।  প্রেসিডেন্ট বারাক ওবামা

রিপাবলিকানরা ওবামার এই সফরকে সমালোচনা করে বলেছেন, ক্যাস্ত্রো পরিবার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই সফর যথোপযুক্ত নয়।

এর আগে ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ওবামা কিউবা সফরের ইচ্ছা প্রকাশ করে ইয়াহু নিউজকে বলেন, তিনি কিউবার বিরোধী দলগুলোর সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলাপ করতে চান।

শেষবার ১৯২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ কিউবা সফর করেছিলেন।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও কিউবার কূটনৈতিক সম্পর্কের অচলায়তান ভাঙ্গা হয়। খুলে দেওয়া হয় উভয় দিকের দুতাবাস। সহজ করা হয় নাগরিকদের মধ্যে যাতায়াত। সূত্রঃ বিবিসি

/ইউআর/বিএ/