পোলিশ ম্যাগাজিনের প্রচ্ছদ নিয়ে সমালোচনার ঝড়

‘দ্য ইসলামিক রেপ অফ ইউরোপ’ শিরোনামে একটি বিতর্কিত কভার ফটো প্রকাশ করেছে একটি পোলিশ ম্যাগাজিন। শেইচি ম্যাগাজিনের এ সপ্তাহের সংখ্যার প্রতীকী ওই ছবিটি নিয়ে জোর বিতর্ক চলছে। সামাজিক মাধ্যম টুইটার ব্যবহারকারীরা অনেকে এই ছবিটিকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা করেছেন।    

ছবিটিতে একজন স্বর্ণকেশী নারীকে ইউরোপীয় ইউনিয়নের পতাকার পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। তিন জোড়া কৃষ্ণাঙ্গ পুরুষের হাত নারীটির হাত ও মাথার চুল ধরে আছে ও টেনে তার পোশাক খুলে ফেলতে চেষ্টা করছে, এমন ভঙ্গিতে ছবিটি তোলা হয়েছে।

পোলিশ ম্যাগাজিন শেইচির কভার

টুইটারে একজন লেখেন, শেইচির এই কভার অত্যন্ত আপত্তিকর ও আক্রমণাত্মক। এ থেকে মনে হতে পারে, মুসলিমদের বিশ্বাস করা চলে না।

অন্য এক ব্যবহারকারী তার পোস্টে লেখেন, ইসলামিক রেপ অব ইউরোপ, এই শিরোনামের মধ্যে ‘ইসলামিক’ শব্দটা কেটে ‘ইহুদি’ লিখে দিলেই তা ১৯৩০ এর পোল্যান্ড হয়ে যাবে। 

ম্যাগাজিনের ভেতরের প্রবন্ধে নববর্ষের আগের রাতে জার্মানির কোলন নগরীতে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ ও যৌন নিগ্রহের কথা বলা হয়েছে। প্রতিবেদনটির লেখক আলেকজান্দ্রা রাইবিনস্কা দাবি করেন, এই সংকটের মূল কারণ ব্যপক হারে অভিবাসন। তিনি বলেন, ‘যা ঘটছে, তা যে ভুল, তা অনেক আগে থেকেই অনুধাবন করা যাচ্ছিলো। কিন্তু সহিষ্ণুতা ও রাজনৈতিক যথার্থতার নামে একে এড়িয়ে যাওয়া হচ্ছিলো।’

প্রসঙ্গত, এ বছর নববর্ষের আগের রাতে জার্মানির কোলন নগরীতে যে ব্যপক যৌন নিগ্রহের ঘটনা ঘটে তাতে গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই উত্তর আফ্রিকা থেকে অভিবাসিত কৃষ্ণাঙ্গ পুরুষ। কোলনের ওই ঘটনার পর ইউরোপের অন্যান্য নগরীতেও নারীরা যৌন নিগ্রহের ঘটনা সামনে আনেন এবং বিচার দাবি করেন। সূত্র- দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/