চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে অবান্তর আখ্যা দিয়েছেন বিলাসবহুল গাড়ি কোম্পানি মার্সিডিজ বেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ওলা কেলেনিয়াস। তিনি বলেন, এমন কোনও পদক্ষেপ নিলে তা জার্মানির অন্যান্য শিল্প কারখানার জন্য হুমকি হবে।
এদিকে চীনের ওপর নির্ভরতা কমাতে উঠেপড়ে লেগেছে ইউরোপের দেশগুলো। ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারীর কারণে চীনা পণ্যে আস্থা রাখতে পারছে না অনেক পশ্চিমা দেশ।
তবে জার্মান গাড়ি কোম্পানি মার্সিডিজ বেঞ্জ বলছে বিপরীত কথা। ওলা কেলেনিয়াস বলছেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাটা হবে জার্মানির কারখানার জন্য অসম্ভব ব্যাপার।
তিনি আরও বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট করার কোনও মানে হয় না।’
জার্মান কারখানাগুলোর বড় অংশ গাড়ি উৎপাদন ও বিক্রিতে চীনের ওপর নির্ভরশীল। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাণ কোম্পানি মার্সিডিজ বেঞ্জও ব্যতিক্রম নয়।
শুধু ২০২২ সালেই মার্সিডিজের ১৮ শতাংশ রাজস্ব ও প্রায় ৩৭ শতাংশ গাড়ি বিক্রতে চীনের অবদান ছিল। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী কেলেনিয়াস।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে জার্মান সরকার। এই যুদ্ধে বার্লিন মস্কোর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সম্পর্ক তলানিতে ঠেকেছে।
সূত্র: রয়টার্স