পানি সংকটে বিপর্যস্ত দিল্লিতে আবারও সরবরাহ শুরু

পানি সংকটে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লিতে আংশিকভাবে পানি সরবরাহ শুরু হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানায় জাট সম্প্রদায়ের বিক্ষোভের কারণে ক্ষতিগ্রস্ত মুনাক ক্যানেল মেরামতের কাজ শুরুর পর আজ (মঙ্গলবার) সকালে পানির সরবরাহ শুরু হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে বলে জানা গেছে।

দিল্লিতে পানি সরবরাহ শুরু

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়, পানির সংকটের কারণে বন্ধ শহরের স্কুলগুলোও আজ খুলে দেয়া হয়েছে। দিল্লির পানিসম্পদমন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন, সংকট এখনো কাটেনি এবং সতর্কভাবে পানি ব্যবহারের জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন। এক টুইটার বার্তায় কপিল মিশ্র বলেন, ‘মুনাক ক্যানেল থেকে কিছু পানি ছাড়া হয়েছে।’ উত্তর ও মধ্য দিল্লির কিছু এলাকায় তা সরবরাহ করা হচ্ছে।

এর আগে দিল্লির ওয়াটার বোর্ডের প্রধান কেশব চন্দ্র বিবিসিকে বলেছিলেন,সংকটে থাকা এলাকাগুলোতে পানি সরবরাহ স্বাভাবিক হতে আরো তিন থেকে চার দিন লাগতে পারে। কেশব চন্দ্র আরো বলেন,‘লোকজনকে পানি সংগ্রহে রাখতে বলা হয়েছে। কিছু কিছু এলাকায় পানিভর্তি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। তবে এসব উদ্যোগও সমস্যা মোকাবেলার জন্য যথেষ্ট নয়।’

সংকট মোকাবেলায় পাঠানো হয়েছে পানির ট্যাংকার

দিল্লির পানির চাহিদা অনেকাংশেই নির্ভরশীল হরিয়ানার মুনাক ক্যানেলের ওপর। মোট পানির পাঁচ ভাগের তিন ভাগই আসে এখান থেকেই। জাট সম্প্রদায়ের কোটা সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলনকারীরা দিল্লিতে পানি সরবরাহের খালটি বন্ধ করে দেয়। এতে তীব্র পানি সংকটে পড়েন দিল্লির এক কোটির বেশি মানুষ। চলমান জাট আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: বিবিসি

/এসএ/