নিউজিল্যান্ডে নারী ফুটবল বিশ্বকাপ শুরুর আগে বন্দুক হামলা

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আরও ৬ জন আহত হয়েছেন। কুইন স্ট্রিটে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।

হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট এগিয়ে যাবে।

ক্রিস হিপকিন্স বলেন, ‘হামলার কোনও রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য ছিল না বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীর হাতে একটি শটগান ছিল। পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।’   

এদিকে ফিফার কর্মী এবং ফুটবল দল নিরাপদে আছে বলে জানিয়েছেন অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন। তিনি বলেন, ‘আজকের সকালের ঘটনাটি অকল্যান্ডবাসীর জন্য দুঃখজনক। এমন কিছুতে আমরা অভ্যস্ত নই।’

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যৌথভাবে আয়োজন করছে নবম নারী বিশ্বকাপ। নগরীর ইডেন পার্কে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।

নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেছেন, ম্যাচ চলাকালীন পুরো এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ থাকবে।

সূত্র: বিবিসি