যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুকধারীর সিরিজ হামলা, হামলাকারীসহ নিহত ৪

কানসাস পুলিশের দাবি যে তাদের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেযুক্তরাষ্ট্রে কানসাস অঙ্গরাজ্যে বেশ কয়েকটি এলাকায় এক বন্দুকধারীর হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন। ওই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আহতের সংখ্যা ৩০।
কানসাসের কাউন্টি শেরিফ টি ওয়ালটন জানান যে ওই বন্দুক হামলার ঘটনায় সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নেই বলেই মনে করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী হেসটনে একটি ঘাস কাটার যন্ত্র উৎপাদনকারী কারখানায় কর্মরত ছিলেন। শুরুতে সেখানেই বন্দুক নিয়ে হামলা চালান তিনি। এক্সেল নামের ওই কারখানা ভবনের ভেতরে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেন তিনি। পরে কারখানার ভেতরেই পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী।
ওয়ালটন জানান, এক্সেল কারখানা ছাড়াও পার্কিং লট ও আশেপাশের দুটি এলাকায় বন্দুকধারীর হামলা হয়েছে। একটি গাড়ি থেকে বন্দুকধারী হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় বেশ ক’জন আহত হন।
মিশিগানের কালামাজুতে এক বন্দুকধারীর সিরিজ হামলায় ৬ জন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে এ বন্দুক হামলার ঘটনা ঘটলো। সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আলজাজিরা

/এফইউ/বিএ/