কিয়েভের অনুরোধ প্রত্যাখ্যানের কারণ জানালেন মাস্ক

গত বছর ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্টোপলে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক সক্রিয় করার ইউক্রেনের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন ইলন মাস্ক। সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এ কথা জানান স্টারলিংকের মালিক মাস্ক। তিনি বলেছেন, প্রত্যাখ্যান না করার কোনও বিকল্প ছিল না।

ইউক্রেনের আকস্মিক হামলাকে ব্যাহত করার জন্য গত বছর ক্রিমিয়ান উপকূলের কাছে স্টারলিঙ্ক নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মাস্ক। বিষয়টি নতুন আত্মজীবনীতে উল্লেখ করেছেন তিনি। সিএনএন সেই আত্মজীবনী থেকে এ অংশটি সামনে আনলে এক্স-এ (টুইটার) এক পোস্টে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দেন মাস্ক।

মাস্ক বলেন, সেভাস্টোপল পর্যন্ত স্টারলিংককে সক্রিয় করতে অনুরোধ করেছিল ইউক্রেন। রুশ নৌবহরকে ডুবিয়ে দেওয়া ছিল তাদের লক্ষ্য। আমি যদি তাদের অনুরোধ রাখতাম তবে স্পেসএক্স স্পষ্টভাবে যুদ্ধ এবং সংঘাত বাড়ানোর কাজে জড়িয়ে পড়তো। 

মার্কিন ধনকুবেরের এই অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ সহকারী মাইখাইলো পোডোলিয়াক বলেন, স্টারলিংকের সহায়তায় রুশ সামরিক নৌবহর ধ্বংসের অনুমতি না দিয়ে ইউক্রেনীয় শহরগুলোতে কালিব্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দিয়েছেন মাস্ক। এতে বেসামরিক মানুষ ও শিশুরা প্রাণ হারাচ্ছে।

সূত্র: আল জাজিরা