অপহৃত ফুটবলারদের উদ্ধারে অভিযান শুরু করেছে পাকিস্তান

পাকিস্তানে অপহৃত ছয় ফুটবলারকে উদ্ধারে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলার সুই শহর থেকে শনিবার তাদের অপহরণ করা হয়।

এক বিবৃতিতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ‘পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। জিম্মিদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডেরা বুগতির ডেপুটি কমিশনার কার্যালয় জানায়, খেলোয়াড়রা যে বাহনে যাচ্ছিল সেটা আটকে দেয় একদল বন্দুকধারী। তারপর ফুটবলারদের নিয়ে যায় তারা। ছয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজনের নাম আমির বুগতি, ফয়সাল বুগতি, সোহেল বুগতি, ইয়াসার বুগতি এবং শেরাজ বুগতি। তারা ডেরা বুগতি ও সুইয়ের বাসিন্দা।

প্রাকৃতিক সম্পদে ভরপুর বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। তবে প্রদেশটিতে জনসংখ্যা সেই তুলনায় অনেক কম। কয়েক দশক ধরে প্রদেশটি বিদ্রোহীদের কবলে রয়েছে।

সূত্র: পাকিস্তান টুডে