মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেকের ‘রেকর্ড’

ভারতের লোকসভা নির্বাচনে ভোটের বড় ব্যবধানে জয়ের এক রেকর্ড গড়লেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। ৭ লাখ ১০ হাজার ৯৩০ ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃতীয় বারের মতো জয়ী হলেন তিনি।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানায়, ভোটের আগে প্রচারে বেরিয়ে অভিষেক বলেছিলেন, বিজেপির আঘাতের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। শেষ পর্যন্ত বিজেপির সিআর পাতিলের রেকর্ড গুঁড়িয়ে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানে একটি নজির গড়লেন তিনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এর আগে ২০০৪ সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে ৫ লাখ ৯২ হাজার ভোটে জিতে রেকর্ড গড়েছিলেন সিপিএমের অনিল বসু। আর ২০১৯ সালের লোকসভা ভোটে গুজরাতের নবসারি লোকসভা কেন্দ্র থেকে ৬ লাখ ৮৯ হাজার ৬৮৮ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সিআর পাতিল। সেই ব্যবধানকেও ছাপিয়ে ডায়মন্ড হারবার থেকে ৭ লাখের বেশি ভোটে জিতলেন অভিষেক। উল্লেখ্য, এই লোকসভা ভোটেই গান্ধীনগর থেকে ৭ লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন অমিত শাহ। আর ইন্দোর থেকে বিজেপি প্রার্থী শংকর লালওয়ানি ১১ লাখ ৭৫ হাজার ৯২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দীকে হারিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে তৃণমূল জয় পেয়েছে ২৯টি আসনে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১২টিতে এবং কংগ্রেস ১টি আসনে জয় পেয়েছে।

মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোটের সার্বিক ফল দেখে মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় অভিষেককে নিয়ে সংবাদ সম্মেলন করেন মমতা। সেখানে তিনি বলেন, এই জয় মানুষের জয়। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জয়। আমি আমার সমস্ত ‘ইন্ডিয়া’র সঙ্গীকে সমর্থন জানাচ্ছি।

তিনি আরও বলেন, অভিষেক ৭ লাখের বেশি ভোটে জিতেছে। গোটা দেশে রেকর্ড করেছে। ওকে দেখে দিল্লির শেখা উচিত, শুধু রিগিং করে ভোট হয় না। ওকে আপনারা সবাই অভিনন্দন জানান।

এর পরই মমতা জানিয়ে দেন বুধবার দিল্লিতে যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক হবে, সেখানে ‘ইন্ডিয়া’র আলোচনায় তিনি নন, তৃণমূলের পক্ষে থাকবেন অভিষেক।

নিজের ও দলের জয়ের পর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অভিষেক লেখেন, যারা বাংলার শক্তি এবং সহনশীলতা নিয়ে সন্দেহ করার সাহস করেছিলেন, যারা হাইকোর্ট, মিডিয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর মাধ্যমে আমাদের দমন করতে চেয়েছিলেন এবং সাধারণ মানুষের শক্তির অবমূল্যায়ন করেছিলেন, আজ রাত তাদের জন্য একটা দুর্দান্ত প্রতিক্রিয়া হিসাবে কাজ করবে।