মারা গেছেন নিউজিল্যান্ডের মাওরি রাজা

নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের রাজা ৭ম তুহেইশিয়া পূতাতাউ তে হোয়েরোহোয়েরো শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজার মুখপাত্র রাহুই পাপা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘কিংগি তুহেইশিয়ার মৃত্যু কিংগিতানা, মাওরিডোম ও সমগ্র জাতির জন্যই একটি বেদনাদায়ক মুহূর্ত।’ তিনি আরও জানিয়েছেন, রাজ্যাভিষেকের ১৮ তম বার্ষিকীর কয়েকদিন পরেই তার হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়। সুস্থতার জন্য তিনি হাসপাতালেই বিশ্রাম করছিলেন।

২০০৬ সালে তুহেইশিয়া তার মা রানি দামে তে আতাইরাংগিকাহুর উত্তরসূরি হিসেবে রাজা হিসেবে মনোনীত হন। অবশ্য উত্তরাধিকারসূত্রে মাওরি রাজমুকুট হস্তান্তরের কোনও বাধ্যতামূলক প্রথা নেই। রাজার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন সমাহিত করার আগে গোষ্ঠীপ্রধানরা নতুন রাজা নির্বাচন করবেন বলে জানিয়েছে রেডিও নিউজিল্যান্ড।

একাধিক গোষ্ঠীর প্রধান হিসেবে সম্মানিত মাওরি রাজার কোনও আইনি বা বিচারিক ক্ষমতা নেই। পদটি মূলত আলংকারিক।

উপনিবেশবাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আদিবাসী গোষ্ঠীগুলোকে একক নেতার অধীনে ঐক্যবদ্ধ করতে ১৮৫৮ সালে ‘কিং মুভমেন্ট’ বা ‘কিংগিতানা’ শুরু হয়।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এক বিবৃতিতে বলেছেন, কিংগি তুহেইশিয়ার মৃত্যুতে পুরো জাতি আজ শোকাহত।

সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেছেন, তুহেইশিয়া কেবল মাওরি সম্প্রদায়ের নন, তিনি ছিলেন একাধারে ন্যায় ও সমৃদ্ধির প্রতীক।