হাইতির নিরাপত্তা বাহিনীকে সুরক্ষা সরঞ্জাম দিলো তাইওয়ান

হাইতিতে তাইওয়ানের দূতাবাস দেশটির পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের হেলমেট, নি-প্যাড, বুলেটপ্রুফ ভেস্টের মতো সুরক্ষা সরঞ্জাম উপহার দিয়েছে। শক্তিশালী অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৯ আগস্ট) এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কলিন এক বিবৃতিতে বলেছেন, ‘এই উপহারের গুরুত্ব কেবল বস্তুগত নয়। এটি দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতিফলন।’

হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তাদেরকে চারশ’ সেট সরঞ্জাম পাঠানো হয়েছে। দু’বছরে তাইওয়ানের পক্ষ থেকে মোট আটশ’ সেট সরঞ্জাম এলো।

তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না চীন। আমেরিকা মহাদেশের ডোমিনিকান রিপাবলিক, নিকারাগুয়া, এল সালভাদোর, হন্ডুরাস, পানামার মতো দেশ চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এদিকে, তাইওয়ানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক বজায় রাখা অল্প কিছু দেশের একটি হচ্ছে হাইতি।