X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ভারতের হামলা: দরপতনের ঝুঁকিতে ভারতীয় রূপি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫, ১০:১৫আপডেট : ০৭ মে ২০২৫, ১২:১৫

পাকিস্তানে ভারতের হামলার প্রভাবে দরপতনের ঝুঁকিতে রয়েছে ভারতীয় রূপির মান। ব্রিটিশ বার্তাসংস্থার রয়টার্স এ খবর জানিয়েছে।

মুম্বাইয়ের এক মুদ্রা ব্যবসায়ী বলেন, এই প্রতিক্রিয়া একেবারেই স্বাভাবিক। বাজারে এখন সতর্কতা ও উত্তেজনা বেড়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন সব নজর থাকবে সংবাদ প্রবাহের দিকে।

তিনি আরও বলেন, আজকের হামলার আগে ভারতীয় রূপিতে দরপতনের কোনও লক্ষণ দেখা যায়নি। তবে পরিস্থিতি বাজে দিকে মোড় নিলে এই আত্মতুষ্টির কারণেই তারা সামলে নিতে হিমশিম খাবেন।

আরেক ব্যবসায়ী বলেন, বাজারের অস্থিরতা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছলে, আরবিআই (রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বা ভারতের কেন্দ্রীয় ব্যাংক) নিশ্চিত হস্তক্ষেপ করবে।

একই ধারণা প্রকাশ করেছেন এএনজেড ব্যাংকের কর্মকর্তা ধীরজ নিম। তিনি বলেন, বাজারে বেশি অস্থিতিশীলতা দেখা দিলে রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করবে।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়।

ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে, পাকিস্তান বলছে, তাদের দেশে ছয়টি স্থান হামলার শিকার হয়েছে। হামলার লক্ষ্যবস্তুকে সন্ত্রাসী ঘাঁটি বলেনি তারা।

হামলার প্রতিক্রিয়ার পাকিস্তান জানিয়েছে, জবাব দেওয়ার জন্য তারাও তৈরি হচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারতের হামলায় নিহত বেড়ে ৩১, পাল্টা জবাবের প্রস্তুতির বার্তা পাকিস্তানের
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা