ইতালির আল্পস পর্বতে বরফ ধসে নিহত ৬

nonameইতালির আল্পস পর্বতের বরফে বড় আকারের ধস নেমে শনিবার ছয় স্কি চালকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন অনেকে। গত কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলে এটাই সবচেয়ে মারাত্মক ধসের ঘটনা।
এদিকে প্রভাবশাল ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫ জন ইতালির নাগরিক। অন্যজন একজন অস্ট্রিয়ান। তারা স্কি চালকদের ১৫ জনের একটি দলে ছিল। বাকি ৯জন নিরাপদে পর্বত থেকে নেমে আসতে সমর্থ হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তিনটি হেলিকপ্টার, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও ৭০ জনরে বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
শনিবার অস্ট্রিয়া সীমান্তবর্তী সাউথ টিরোলের মন্টে নেভোসোতে প্রায় তিন হাজার মিটারের বেশি এলাকা জুড়ে এই ধস নামে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, স্কি চালকরা পর্বতের চূড়ায় আরোহণের পর যখন নিচে নামছিল, তখন ধস নামে। ধসের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সূত্র: বিবিসি, গার্ডিয়ান
/বিএ/