যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বৈঠক করেছে ইসরায়েলি কর্মকর্তারা। সামনের দিনগুলোতেও আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবারের এই বিবৃতিতে সংকট নিরসনে মার্কিন প্রচেষ্টার জন্য নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘মার্কিন উদ্যোগ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। মানুষকে তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা কী করতে পারি, তা নিয়ে আমরা মত বিনিময় করছি। সামনের দিনগুলোতে আমাদের আলোচনা অব্যাহত থাকবে।’

প্রায় এক বছর ধরে ইসরায়েল আর হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় সীমান্তবর্তী লাখো মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সম্প্রতি লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় এই সংঘর্ষের ভয়াবহতা মারাত্মক দিকে মোড় নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্রসহ তার মিত্র কয়েকটি দেশ। 

তার এই বক্তব্য প্রকাশের কিছু আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ উত্তরাঞ্চলে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেন। এই অঞ্চলেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে গত কয়েকদশকের মধ্যে ভয়াবহতম বোমারু বিমান হামলা চলছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বৃহস্পতিবার নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন নেতানিয়াহু। এরপরেই তার কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে লেবাননে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যেতে প্রধানমন্ত্রীর আদেশনামা দেখা যায়।

নেতানিয়াহুর বক্তব্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা কাতজ ও অন্যান্য ইসরায়েলি রাজনীতিবিদের কথা উল্লেখ করা হয়নি। তবে ‘মার্কিন প্রস্তাবের অনেক অপব্যাখ্যা দেওয়া হচ্ছে’ বলে এক অংশে বলা হয়েছে। 

মার্কিন প্রস্তাবের সাধুবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের উত্তর সীমান্তের বাসিন্দারা যেন নিজ বাড়িতে নিরাপদে ফিরতে পারেন সে বিষয়ে তারা উভয়েই বদ্ধপরিকর।