তিন দশকে পিএইচডি সম্পন্ন করা এক নারীর গল্প

কোলেত্তে বৌরলিয়ার৯১ বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে ফ্রান্সের বয়স্কতম ডিগ্রিধারীর তালিকায় নাম লেখালেন কোলেত্তে বৌরলিয়ার নামের এক নারী। মঙ্গলবার ফ্রান্সের পূর্বাঞ্চলীয় বেসাঁকঁ শহরের একটি বিশ্ববিদ্যালয়ের জুরি বোর্ড তাকে উচ্চতর এ ডিগ্রি প্রদান করে। এই ডিগ্রি অর্জনে তার সময় লেগেছে প্রায় ৩ দশক।  
তবে কোলেত্তের এ অর্জন অল্পদিনের চেষ্টায় আসেনি। ১৯৮৩ সালে চাকরি থেকে অবসরগ্রহণের পর পিএইচডি করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন এ নারী। তিন দশক আগে পিএইচডি’র থিসিস শুরু করেন তিনি। থিসিসটির শিরোনাম ছিল ‘বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে বেসাঁকঁর অভিবাসী শ্রমিকরা।’
ফ্রান্সের পূর্বাঞ্চলে অভিবাসীদের জন্য আয়োজিত সাক্ষরতা কর্মসূচিতে শিক্ষক হিসেবে নিজের অভিজ্ঞতার কথাই মূলত থিসিসে তুলে ধরেন কোলেত্তে। তিনি বলেন, ‘থিসিসটি তৈরি করতে আমার সময় লেগেছে কারণ মাঝে মাঝেই আমি কাজে বিরতি নিতাম।’
কোলেত্তের পিওইচডি অর্জনে সময় লাগার ব্যাপারে কথা বলতে গিয়ে তার শিক্ষক সার্জ অরমাউক্স বলেন, ‘ফ্রান্সে তিন বছরেই পিএইচডির থিসিস লেখা হয়ে থাকে, তবে কোলেত্তে চরম ব্যতিক্রমী একজন শিক্ষার্থী। তিনি সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি নিজের থিসিসের বিষয়ের সবগুলো দিক সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি পরিসংখ্যানগত বিশ্লেষণও হাজির করেছেন।’ সূত্র: গার্ডিয়ান
/এফইউ/বিএ/