জর্ডানে বাস দুর্ঘটনায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১৬

ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার পথে জর্ডানে জর্দানে বাস দুর্ঘটনায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

noname

বাসযাত্রীরা ওমরাহ পালনের জন্য মক্কায় যাচ্ছিলেন বলে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ পত্রিকা জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে জর্দানের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ভয়েস অব প্যালেস্টাইন রেডিও স্টেশন জানিয়েছে, জর্দান-সৌদি সীমান্তে রাজধানী আম্মান থেকে ৩২০ কিলোমিটার দূরের সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়।

noname

এরআগে বুধবার জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ১৪ জনের নিহত এবং ৩৬ জনের আহত হওয়ার খবর জানানো হয়। জর্ডানে প্যালেস্টাইন দূতাবাসের একজন মুখপাত্র জানান, গুরুতর আহত ৫ জনকে হেলিকপ্টারে করে জর্ডানের রাজধানী আম্মানে নেওয়া হয়েছে। গুরুতর আহত আরও তিনকে নেওয়া হয়েছে আকাবা হাসপাতালে। সূত্র: ডেইল মেইল, বিবিসি

/বিএ/