আবারও ভারত বিভক্ত হতে পারে, আশঙ্কা জয়া বচ্চনের

অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন ভারত আবারও বিভক্ত হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার অভিবাসী শ্রমিকদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংসদে এ আশঙ্কার কথা জানান তিনি।

অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন

সমাজবাদী পার্টির এই সাংসদ রাজ্যসভায় বলেন, ‘ভারত আবারও বিভক্ত হতে যাচ্ছে। এবার আর বাইরের শাসক নয়, বরং নিজেদের মানুষরাই বিভক্ত করছে দেশ। ধর্ম, গোত্র আর ভাষার ভিত্তিতে চলছে এই বিভাজন।’ তিনি বলেন, ‘লোকেরা কাজ খুঁজতে অন্য রাজ্যে যায়, কিন্তু তারা কাজ পায় না কারণ তারা ওই রাজ্যের ভাষা জানে না।’

এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নেতা রাজ থ্যাকারের এক বিতর্কিত মন্তব্যের জবাবেই মূলত এমন উক্তি করেন জয়া। তিন চাকার যানের অনুমতি দেওয়ার প্রসঙ্গে রাজ থ্যাকারে বলেছিলেন, মুম্বাইয়ের রিকশাচালকদের মধ্যে ৭০ শতাংশই আদতে মহারাষ্ট্রীয় নয়। সূত্র এনডিটিভি

/ইউআর/বিএ/