স্পেনে বিদেশি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৪

স্পেনে বাস দুর্ঘটনাস্পেনের বার্সেলোনা থেকে ভ্যালেন্সিয়াগামী একটি সড়কে বিদেশি শিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বাসটিতে ৫৭ জন যাত্রী ছিলেন। এরমধ্যে বেশিরভাগই ইরাসমুসের শিক্ষার্থী।
ওই ঘটনায় নিহতদের পাশাপাশি বাকী ৪৩ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার কারণ কিংবা নিহত শিক্ষার্থীদের জাতীয়তার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
একটি আতশবাজি উৎসবে যোগ দেওয়া শেষে বার্সেলোনায় ফিরছিলেন ওই শিক্ষার্থীরা। তারা ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা বিনিময় কর্মসূচি ইরাসমুসের শিক্ষার্থী ছিলেন। ফেরার পথে ফ্রেজিনালস এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন।
কাতালোনিয়ার আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোর্ডি জেন জানান, প্রথমে ডানদিকে একটি রেলিংয়ের সঙ্গে বাসটি ধাক্কা খেয়ে ছিটকে বামদিকে গিয়ে পড়ে। এরপর বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে আবারও ধাক্কা খায় বাসটি। ওই গাড়িতে থাকা দুই ব্যক্তি আহত হন।

ওই ঘটনায় গাড়িচালক প্রাণে বেঁচে গেছেন। তাকে স্থানীয় একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/