যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নিয়ে স্টারমার-জেলেনস্কি আলাপ

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মঙ্গলবার (১৮ মার্চ) আলাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধবিরতি নিয়ে পুতিন_ট্রাম্প ফোনালাপের অগ্রগতি নিয়ে তারা আলোচনা করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে স্টারমারকে সর্বশেষ তথ্য জানিয়েছেন জেলেনস্কি। এদিকে, ইউক্রেনের প্রতি ব্রিটেনের অটল সমর্থনের অঙ্গীকার প্রকাশ করেছেন স্টারমার।

স্টারমারের কার্যালয়ের বরাতে সংবাদমাধ্যম পিএ মিডিয়া তার আগে জানিয়েছিল, ইউক্রেনের যুদ্ধবিরতি অর্জনের ট্রাম্পের অগ্রগতিকে ব্রিটেন স্বাগত জানায়। তবে আলোচনা অবশ্যই ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য হতে হবে বলেও দাবি জানায় তারা।

এদিকে, ট্রাম্পের প্রস্তাব মোতাবেক ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন তিনি। এই সীমিত চুক্তিও সমর্থন করেছে কিয়েভ।

সর্বশেষ সমঝোতা অনুযায়ী, সব পক্ষ অঙ্গীকার রক্ষা করলে, আগামী ৩০ দিন জ্বালানি অবকাঠামোতে হামলা করা হতে ইউক্রেন ও রাশিয়া দুপক্ষই বিরত থাকবে।

সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন ব্রিফিংয়ে জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের একবার আলোচনায় বসা দরকার বলে আমি মনে করি। তাহলে আমর বিস্তারিত জানতে পারব, রুশ ও মার্কিনিরা পরস্পরের জন্য কী প্রস্তাব দিয়েছে।