মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ২৮৮৬

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দু হাজার ৮৮৬ জনে পৌঁছেছে। এছাড়া, এখন পর্যন্ত চার হাজার ৬৩৯ জন আহত এবং ৩৭৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির তথ্য পরিষদের বরাতে চীনা সংবাদমাধ্যম জিনহুয়া এ খবর জানিয়েছে।

গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সাগাইং শহরে আঘাত হানে। এতে মিয়ানমারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূকম্পনের রেশ গিয়ে পৌঁছায় একদিকে থাইল্যান্ড ও অন্যদিকে বাংলাদেশ পর্যন্ত।

বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি না হলেও, থাইল্যান্ডে একাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এসময় নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে যাওয়ায় কয়েক ডজন মানুষ আটকা পড়েন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মূল ভূ কম্পনের পর কয়েক ঘণ্টার মধ্যে কমপক্ষে ১৪টি আফটারশক আঘাত হানে। এগুলোর বেশিরভাগের মাত্রা ছিল তিন থেকে পাঁচ। তবে সবচেয়ে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার আফটারশকটি আঘাত হানে মূল ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে।

ইউএসজিএসের আশঙ্কা, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।