নতুন মার্কিন শুল্কনীতির বিষয়ে আলোচনা করতে সোমবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্ভাব্য সফর সম্পর্কে অবগত তিন ইসরায়েলি ও এক মার্কিন কর্মকর্তা শনিবার এই তথ্য দিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নাম প্রকশে অনিচ্ছুক তিন ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, বৃহস্পতিবার নেতানিয়াহুকে ফোন করে হঠাৎ এই সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। তখন হাঙ্গেরি সফরে ছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট। ফোনালাপেই শুল্কের বিষয়টি উঠে আসে।
ট্রাম্পের শুল্ক ঘোষণার পর এটি হতে পারে কোনও বিদেশি নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর, যেখানে শুল্ক প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হবে।
মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক ঘোষণায় মোটামোটি পুরো বিশ্বই দুশ্চিন্তায় পড়ে গেছে। ট্রাম্পের শুল্ক হুমকি থেকে রেহাই পায়নি তাদের মিত্রদেশ ইসরায়েল। এদিকে, যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র এবং একক বৃহত্তম বাণিজ্য অংশীদার।
এই সম্ভাব্য সফরে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি ইরানের হুমকি ও গাজায় ফিলিস্তিনি সশ্ত্রগোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়েও আলাপ হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সবার আগে এই সফরের বিষয়ে খবর প্রচার করে।
অবশ্য নেতানিয়াহুর কার্যালয় এখনও যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে কিছু জানায়নি।
ইসরায়েলি অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তার আশঙ্কা, ট্রাম্পের নতুন শুল্ক জারির কারণে ইসরায়েলি স্বাস্থ্য সরঞ্জাম ও যন্ত্রের রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, চার দশকের বেশি আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইসরায়েলে প্রায় ৯৮ শতাংশ মার্কিন পণ্য বিনা শুল্কে আমদানি হয়ে থাকে। অবশিষ্ট পণ্যের ওপর থেকেও শুল্ক প্রত্যাহারে আগামী মঙ্গলবার ঘোষণা দিতে যাচ্ছে তেল আবিব।