আইএসকে অর্থ পাঠাতেন সিডনি’র স্কুলছাত্রী!

সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএসকে অর্থ দেওয়ার দায়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের এক স্কুলছাত্রী এখন বিচারের কাঠগড়ায়। বিচারে ১৬ বছরের এই ছাত্রীর সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মঙ্গলবার এক অভিযানে আরেক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে সিরিয়ায় আইএসকে কয়েক হাজার ডলার পাঠানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ওই ছাত্রীর সঙ্গে তার সহযোগী হিসেবে ২০ বছরের এক যুবকও ছিলেন। তিনি ওই ছাত্রীকে অর্থ দিতেন বলে অভিযোগ রয়েছে।

noname

 

সিরিয়ায় সহজে অর্থ পাঠানোর পরিকল্পনার জন্য মঙ্গলবার তারা একটি পার্কে একত্রিত হন।

অভিযুক্ত ছাত্রীর নাম প্রকাশ করা হয়নি। তবে তার সহযোগীর নাম জানা গেছে। ওই যুবকের নাম মিলাদ আতাই। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালেও তিনি গ্রেফতার হয়েছিলেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, মুক্তি পাওয়ার পরও এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় তার  বিরুদ্ধে তদন্ত চলমান ছিল।

অস্ট্রেলীয় তরুণদের এভাবে জঙ্গিদের টার্গেটে পরিণত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ। সূত্র: বিবিসি।

/এমপি/বিএ/