কাশ্মীরে হামলা: অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা নিহত

ভারতে জম্মু ও কাশ্মীরের উধামপুর জেলায় সন্ত্রাসীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। কাশ্মীর হামলায় জড়িত অপরাধীদের ধরতে চলমান সাঁড়াশি অভিযানে গোপন সূত্রের ভিত্তিতে দুদু-বসন্তগড় এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গেলে ওই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর ভিত্তিক বিশেষ দল দ্য হোয়াইট নাইট কর্পস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান শুরু হয়। সংঘর্ষের সময় এক সাহসী সেনা গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সেখানে এখনও অভিযান চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

দুদিন আগে কাশ্মীরের পর্যটন জনপ্রিয় এলাকা পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বিমান ও নৌবাহিনীর একজন করে কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ছিলেন।

হামলার দায় স্বীকার করে  নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। ধারণা করা হয়, পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর তাইয়েবার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে।

হামলার পরদিনই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করে দেশটির বিরুদ্ধে কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক প্রতিনিধিদের বহিষ্কার, ৬০ বছরেরও বেশি পুরোনো ইন্দাস জলচুক্তি স্থগিত, এবং অবিলম্বে আত্তারি স্থল সীমান্ত বন্ধ করে দেওয়া।