সাংবাদিক হত্যার দায়ে নারী বিমানচালকের ২২ বছরের কারাদণ্ড

ইউক্রেনের বিমানচালক নাদেঝদা সাভশেঙ্কোকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার এক আদালত। মঙ্গলবার এই কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

তার বিরুদ্ধে সংঘাতের সময় দুই রাশিয়ান সাংবাদিককে হত্যা করার অভিযোগ রয়েছে। রায় ঘোষণার সময় নাদেঝদা সাভশেঙ্কোকে ইউক্রেনে বীরের মর্যাদা দেওয়া হয়। রাশিয়ার আদালতে তার কারাদণ্ডের ঘোষণা পাঠ করার সময়ও তাকে নির্ভীক দেখায়। তিনি বেঞ্চে দাঁড়িয়ে ইউক্রেনের জাতীয় সঙ্গীত গান। 

নাদেঝদার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুই রাশিয়ান সাংবাদিককে হত্যা করার দায় অস্বীকার করেন নাদেঝদা।

এদিকে নাদেঝদার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইউরোপিয় ইউনিয়নের সদস্যরা। এই রায় রাশিয়ার সঙ্গে কিয়েভের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরেশেঙ্কো বলেছেন, ইউক্রেন এই রায় মেনে নেবে না।এ সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নাদেঝদাকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করারও আহ্বান জানান।

এদিকে রাশিয়ান কর্মকর্তারা জানান, আদালতে শুনানি শেষে নাদেঝদাকে ইউক্রেনে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, নাদেঝদা ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীর পাইলটের চাকরি থেকে ছুটি নেন। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা তাকে ২০১৪ সালের জুন মাসে বন্দি করে। সূত্র আল জাজিরা

/ইউআর/বিএ/