মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ইঞ্জিন দক্ষিণ আফ্রিকায়!

দক্ষিণ আফ্রিকার এক সমুদ্র সৈকতে একটি বিধ্বস্ত বিমানের ইঞ্জিনের ভাঙ্গা অংশ খুঁজে পাওয়া গিয়েছে। দক্ষিণ উপকূলের মসেল উপসাগরের কাছে খুঁজে পাওয়া ইঞ্জিনের অংশটি মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০ এর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইঞ্জিনের টুকরো পরীক্ষা করে দেখার জন্য বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।

এমএইচ ৩৭০ এর ইঞ্জিনের ভাঙ্গা অংশ হতে পারে এই টুকরোটি

দক্ষিণ আফ্রিকার সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানের ভাঙ্গা অংশটি সংগ্রহ করার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যথাসময়ে তা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

প্রসঙ্গত, ২০১৪ সালের মার্চ মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় এমএইচ৩৭০।বিমানটিতে যাত্রী ও কর্মীসহ মোট ২৩৯ আরোহী ছিলেন। সূত্র গার্ডিয়ান

/ইউআর/বিএ/