পারমাণবিক অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধায়ক পর্ষদের বৈঠক হয়নি: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের তত্ত্বাবধায়ক কমিটির বৈঠক ডাকার খবরটিকে ভুয়া বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার (১০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সর্বশেষ বক্তব্যে খাজা আসিফ বলেন, তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলার কোনও ঝুঁকি নেই। এটি এখনও দূরতম আশঙ্কা।

পারমাণবিক হামলার মতো বিষয় নিয়ে আলোচনা করাও অনুচিত বলে মনে করেন খাজা আসিফ। তিনি বলেন, পারমাণবিক দিকে গড়ানোর আগেই পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে বলে আমার বিশ্বাস। এ ধরনের হামলার বিষয় আপাতত আলোচ্যসূচিতেও রাখা ঠিক নয়। ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) কোনও বৈঠক এখনও হয়নি, আপাতত বৈঠকের পরিকল্পনাও নেই।

এনসিএ হচ্ছে পাকিস্তানের শীর্ষ বেসামরিক-সামরিক পর্ষদ, যারা দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধানের দায়িত্বে আছে।

এর আগে এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছিল, ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কারণে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। এরপরই খবর ছড়িয়ে পড়ে, এনসিএ’র বৈঠক হতে চলেছে।