পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি

ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তবে পশ্চিম সীমান্ত থেকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি। রবিবার (১১ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এসব কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, আমরা কারও দাবার গুটি নই। আমরা একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার স্থপতি।

পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল দাবি করে ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তান হচ্ছে বিভেদের মতাদর্শে গড়ে ওঠা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। ভারত যদি পাকিস্তানকে পরাভূত করতে চায়, তাহলে পশ্চিম সীমান্তে তাদের সহায়ক হিসেবে থাকবে বিএলএ।

পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বিএলএ বলেছে, পাকিস্তানের পক্ষ থেকে শান্তি, যুদ্ধবিরতি এবং ভ্রাতৃত্বের প্রতিটি শব্দই প্রতারণামূলক। এগুলো তাদের যুদ্ধকৌশল, যা খুবই ক্ষণস্থায়ী।

পাকিস্তানের কর্মকাণ্ড আর বেশিদিন মেনে নেওয়া হলে তার মূল্য পুরো বিশ্বকে চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএলএ। বিবৃতিতে বলা হয়, কট্টর সামরিক একটি গোষ্ঠীর হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকা কেবল দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্বের জন্যই হুমকি স্বরূপ।

ইসলামাবাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তান কেবল বালুচিস্তানে অর্থনৈতিক উপনিবেশ স্থাপনের জন্য নয়, বরং গণহত্যামূলক দমন-পীড়নের জন্যও দায়ী। তারা আমাদের ওপর গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক সংঘাতের সময় তারা ব্যাপক অভিযান চালিয়েছে বালুচিস্তানে। বিএলএ-এর মুখপাত্র জিয়ান্দ বালুচ এই আক্রমণের মাত্রা এবং উদ্দেশ্য নিয়ে বলেন, চলতি সপ্তাহে ভারত-পাকিস্তান সংঘাত তুঙ্গে থাকাকালীন, আমরা বালুচিস্তানের ৫১টির বেশি স্থানে ৭১টি সমন্বিত হামলা পরিচালনা করেছি। কেবল ধ্বংসযজ্ঞ চালানোর লক্ষ্যে নয়, বরং নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতি যাচাই করে নিজেদের শক্তিশালী করা ছিল আমাদের উদ্দেশ্য।

পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে যাওয়ার জন্য ভারতের সহযোগী হওয়ার প্রকাশ্য আহ্বানে নয়াদিল্লির বিভিন্ন মহলে শুরু হয়েছে বিশ্লেষণ। অনেকে মনে করছেন, পাকিস্তান থেকে বালুচিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।