ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের পাশাপাশি ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি ইমাম ভাতা নেওয়ার অভিযোগ ছিল।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় বিএসএফের ৬ নম্বর ব্যাটালিয়ন কুচবিহারে মেখলিগঞ্জের বাগডোকরা-ফুলকাডাবরির অর্জুন সীমানা চৌকিতে ধরা পড়েন ওই ব্যক্তি। সীমান্ত সংলগ্ন এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল বলে বিএসএফ দাবি করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজেকে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছেন বলে দাবি করেছে বিএসএফ। স্বীকারোক্তিতে সেলিম বলেছেন, চার বছর আগে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন তিনি। এতদিন মুর্শিদাবাদের বেলডাঙায় বাস করছিলেন।
৩৩ বছর বয়সী সেলিম আনসারির বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানায়। তিনি পশ্চিমবঙ্গের বেলডাঙায় মায়ের সঙ্গে বসবাস করতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। আয়ের জন্য একটি সেলাইয়ের দোকানে কাজ করতেন। পরে স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করে তিনি মকরামপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেছিলেন তিনি।
জেরায় জানা গেছে, ভারতে তিনি আধার কার্ড, প্যান কার্ড থেকে ব্যাংকের পাসবই এমনকি ভারতীয় পরিচয়পত্রও তৈরি করে ফেলেন। অন্যের নামে সরকারি ইমাম ভাতা পর্যন্ত তুলতেন। ইমাম ভাতার আবেদনের জন্য সমস্ত নথি না থাকায় স্থানীয় এক ব্যক্তির নামে আবেদন করেন। ভাতার টাকা পরে ওই ব্যক্তির সঙ্গে ভাগ করে নিতেন।
বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানান, আটক ব্যক্তিকে কুচলিবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে সীমান্ত পার করতে সাহায্য করছিলেন যে দুই ভারতীয়, তাদের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।