শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান

পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবারের (২৫ মে) এই বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের মতো ইস্যু। এরদোয়ানের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফাহরেত্তিন আলতুনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই বৈঠক এমন একসময় হতে যাচ্ছে, যখন ভারতে সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিনদুর’ নিয়ে তুরস্কের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে। তুরস্কই ছিল একমাত্র পশ্চিম এশীয় দেশ, যারা এ অভিযানের প্রকাশ্য সমালোচনা করে পাকিস্তানের পক্ষ নিয়েছে, যা আঙ্কারা-নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক দূরত্ব তৈরি করেছে। এরপর থেকে তুর্কি পণ্য ও সেবা বয়কটের ঘোষণা দিয়েছে ভারত।

এছাড়া, তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্কও আলোচনায় রয়েছে। ২ মে করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের একটি সাবমেরিনবিধ্বংসী যুদ্ধজাহাজ। এর আগে ২৭ এপ্রিল করাচিতে অবতরণ করে একটি তুর্কি সামরিক বিমান। এছাড়া ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সময় একাধিক সূত্র জানিয়েছে, তুরস্ক নির্মিত ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান।

তুরস্ক ও পাকিস্তানের সম্পর্কের গোড়ায় রয়েছে ঐতিহাসিক এবং মতবাদগত বিষয়। স্নায়ুযুদ্ধের আমলেই পারস্পরিক ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাদের মধ্যে অংশীদারত্ব গড়ে ওঠে।

এরদোয়ান ২০০৩ সালে ক্ষমতায় আসার পর এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তখন থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি ১০ বার পাকিস্তান সফর করেছেন। বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক ইসলাম বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধর্মনিরপেক্ষ আরব শাসকদের বিরোধিতাই দুদেশের সম্পর্ক গভীর হওয়ার চালিকাশক্তি।