ধনকুবের ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব নিরসনের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। মঙ্গলবার (১ জুলাই) ট্রাম্প হুঁশিয়ারি দেন, মাস্কের প্রতিষ্ঠানগুলোর জন্য কোটি কোটি ডলার সরকারি ভর্তুকি বাতিল করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত কর সংকোচন বিল নিয়ে সোমবার মাস্কের মন্তব্যের জেরে ওই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিলটি অনুমোদিত হলে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে বলে সমালোচনা করেন তিনি।
পরদিন হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বৈদ্যুতিক বাহন (ইলেকট্রিক ভেহিকল বা ইভি) নিয়ে তার সুবিধা বাতিলের আশঙ্কায় আছেন মাস্ক।
একইদিনে, নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মাস্ক সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকিপ্রাপ্ত ব্যক্তি... আর রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন না থাকলে দেশের অনেক অর্থ সাশ্রয় হত।
রাষ্ট্রের বিভিন্ন খাতে সরকারি ভর্তুকির বিরুদ্ধে সরব ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা নিজেই কোটি কোটি ডলারের সরকারি সহায়তা পেয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব বাহন তৈরিতে জড়িত থাকার জন্য এই সুবিধাগুলো পেয়েছেন তিনি।
তবে নতুন বিল অনুমোদন হলে, বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হারাতে পারে মাস্কের প্রতিষ্ঠান। যেমন, টেসলার ইভিতে সাড়ে সাত হাজার ডলার করছাড় সুবিধা, যার কারণে এগুলো কিনতে মানুষের আগ্রহ বেশি।
নতুন বিল নিয়ে মাস্কের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব এমন তিক্ততায় পৌঁছায় যে, শীর্ষ ধনী ব্যক্তি একবার মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করতেই যেন বলে বসেন, তিনি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন এবং বিলটির পক্ষে থাকা কংগ্রেস সদস্যদের পরাজিত করতে অর্থ ব্যয় করবেন।
এদিকে, দুই মিত্রের মধুর সম্পর্ক এমন তিক্ততায় পরিণত হওয়া নিয়ে অস্বস্তিতে রয়েছেন রিপাবলিকান নেতারা। তাদের উদ্বেগ, মাস্ক-ট্রাম্প বিরোধ দলটির ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা রক্ষার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করতে পারে।
মাস্ক আগে সরকারি সক্ষমতা বিভাগ (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডোজে) নামের একটি প্রকল্পের নেতৃত্বে ছিলেন, যার প্রধান উদ্দেশ্য ছিল সরকারি ব্যয় সংকোচনে পরামর্শ দেওয়া। তবে গত মে মাসে নিজেই প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ান।
গতকাল ট্রাম্প বলেছিলেন, ডোজে হচ্ছে সেই দানব, যা মাস্ককেও খেয়ে ফেলতে পারে।
জবাবে মাস্ক তার নিজস্ব প্ল্যাটফর্ম এক্সে লেখেন, আমি তো বলছি, সব ভর্তুকিই বাতিল করা হোক। এখনই। এই বিতর্ককে আমি আরও এগিয়ে নিতে পারি, তবে আপাতত নিজেকে নিয়ন্ত্রণ করছি।
এই দ্বন্দ্ব মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য নতুন সংকট তৈরি করতে পারে, বিশেষ করে যখন টেসলা তার মূল আয়ের প্রধান উৎস এবং ইভি শিল্পে ভর্তুকির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর রেশ দেখা গেছে শেয়ারবাজারে। গতকাল টেসলার শেয়ারে পাঁচ শতাংশ দরপতন হয়েছে।