গ্রিসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে বুধবার (২ জুলাই) ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে বনভূমি পুড়ে গেছে এবং বাড়িঘর হুমকির মুখে পড়েছে। দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অন্তত চারটি এলাকায় থেকে সরিয়ে নেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিছু বাড়িঘর ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হলেও, তখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। চারটি এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় কর্মকর্তাদের মতে, প্রায় তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
গ্রিক দমকল পরিষেবার পক্ষ থেকে জানানো হয়, ৩৮টি ইঞ্জিন ও জলবাহী ট্রাক নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন অন্তত ১৫৫ জন দমকল কর্মী।
বিকেলের দিকে কোনও একটা সময় আগুনের উৎপত্তি। শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেভানোর কাজকে জটিল করে তোলে। বিভিন্ন অংশে নিয়ন্ত্রণে আনার পরও আবার আগুন জ্বলে ওঠায় পরিস্থিতি সংকটজনক হয়ে পড়ে। দমকল বাহিনী জানায়, অতিরিক্ত সাহায্যবাহী দল ও বিমান রাজধানী এথেন্স থেকে পাঠানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দমকলকর্মী রয়টার্সকে বলেছেন, আগুনের ভয়াবহতা অনেক বেশি এবং এটি এখনও নিয়ন্ত্রণে নেওয়া যায়নি। ঝড়ো বাতাস এবং ভূ প্রকৃতির কারণে আগুন নিয়ন্ত্রণ করা বেশ জটিল হয়ে পড়েছে।
ইউরোপের দক্ষিণে অবস্থিত গ্রিসে গ্রীষ্মকালের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে প্রায়ই দাবানলের ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ বলছে, জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে সাম্প্রতিক দাবানলগুলো আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
বুধবার সন্ধ্যায় ক্রিট ছাড়াও কিথিরা দ্বীপ এবং উত্তরের চালকিদিকি অঞ্চলেও দাবানল নেভাতে হিমশিম খাচ্ছিল দমকল বাহিনী।