পালমিরা পুনর্দখলের দাবি সিরিয়ার সরকারি বাহিনীর

সিরিয়ার পালমিরারাতভর গোলাগুলির পর অবশেষে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের কাছ থেকে সিরিয়ার সরকারি বাহিনী দেশটির প্রাচীন ঐতিহ্যসম্পন্ন এলাকা পালমিরার পুনর্দখল নিতে সক্ষম হয়েছে। সিরিয়ার সামরিক সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে। সিরিয়ায় নিয়োজিত ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে পালমিরা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে।
সিরিয়ার সেনা সূত্রের দাবি, ‘শনিবার রাতভর প্রচণ্ড গোলাগুলির পর সেনাবাহিনী পালমিরার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়।’ রবিবার সকালে আইএস সদস্যরা এলাকাটি ছেড়ে যায়। তারা পূর্বাঞ্চলীয় শুখনাহ, রাকা ও দের এজোর এলাকার দিকে পালিয়ে যান বলে জানানো হয়েছে।
পালমিরার ভেতরে পাওয়া বোমা ও স্থল মাইন নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া চালাচ্ছে সেনাবাহিনী।
এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রবিবার সকালেও পালমিরার উত্তরাঞ্চলীয় এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে পালমিরার নিয়ন্ত্রণ এখন সরকারি বাহিনীর হাতে বলে নিশ্চিত করেছে তারা।
চলতি মাসের প্রথমদিক থেকেই রুশ যুদ্ধ বিমানের সহযোগিতায় সিরিয়ার সরকারি বাহিনী পালমিরা দখলের চেষ্টা শুরু করে। লাতাকিয়ার রুশ সেনা ঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার পালমিরা প্রবেশের সময় আইএসের হামলায় রুশ স্পেশ্যাল ফোর্সের এক সদস্য নিহত হয়েছেন। তিনি সরকারি বাহিনী এবং রুশ বিমান হামলার মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন।

উল্লেখ্য, পাঁচ বছর ধরে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ নিহত হন। বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ১০ লাখ মানুষ। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

/এফইউ/