যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার রূপরেখা প্রকাশ পিয়ংইয়ংয়ের (ভিডিও)

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সম্ভাব্য পারমাণবিক হামলার একটি রূপরেখামূলক একটি ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা এই গ্রাফিক ভিডিও প্রকাশ করা হয়।

সিউল আক্রমণেরও প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে বলা হয়, ‘লাস্ট চান্স’ নামের এই গ্রাফিক ভিডিও একটি মহড়া ও প্রকৃত অভিযানের প্রস্তুতিস্বরূপ।

এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই ‘বিশ্বাসঘাতকতা’র জন্য ক্ষমা প্রার্থনা না করলে উত্তর কোরিয়ার সেনাবাহিনী সিউল আক্রমণের প্রস্তুতি নেবে।

প্রসঙ্গত, কিম জং উন সরকার উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি উন্নয়নে মনোনিবেশ করেছে। তবে তা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: আল জাজিরা। 

/ইউআর/এমপি/