ভারতীয় গুপ্তচরের বিষয়ে তেহরানকে তদন্তের আহ্বান পাকিস্তানের

ইরানে এক ভারতীয় গুপ্তচরের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানোর আহ্বান জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার তেহরানের প্রতি কুলভূষণ যাদবের বিষয়ে তদন্তের আহ্বান জানায় ইসলামাবাদ।

কুলভূষণ যাদব রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং(র)এর সাব ইন্সপেক্টর রাকেশ ওরফে রেজওয়ানের সঙ্গে যৌথভাবে কাজ করতেন। এই মাসের শুরুতে বেলুচিস্তানে গ্রেফতার হওয়ার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তিনি ভারতীয় নৌবাহিনীতে ছিলেন এবং করাচি ও বেলুচিস্তানে বিধ্বংসী কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন।

0,,15522736_4,00

পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রদূত মেহদি হনারদুস্ত বরাবর এক চিঠি পাঠানো হয়। তাতে ইরানের প্রতি অবিলম্বে রাকেশ ওরফে রেজওয়ানকে গ্রেফতার করা, যাদবের কর্মকাণ্ড পর্যালোচনা করা, ইরানে তার অবস্থানের রেকর্ড সরবরাহ করা, তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদের বিষয়ে তথ্য সরবরাহ করা, ইরানে রয়ের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানানোর অনুরোধ করা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আরিফ আহমেদ খান বলেন, ‘আমরা আশা করছি ইরান পাকিস্তানের এই অনুরোধ গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে ও যথাযথ পদক্ষেপ নেবে।’

      

সূত্র ডন

/ইউআর/