নোবেজলয়ী সাহিত্যিক ইমরে কার্তেজের জীবনাবসান

চলে গেলেন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরির লেখক ইমরে কার্তেজ। ৩১ মার্চ বৃহস্পতিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে কার্তেজের বয়স হয়েছিল ৮৬ বছর।
কার্তেজের প্রকাশকের বরাত দিয়ে হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমটিআই জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

ইমরে কার্তেজ 

কার্তেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর গণহত্যা থেকে বেঁচে যাওয়া কিশোর। দুটি বন্দি শিবিরে থেকেও তিনি প্রাণে বেঁচে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মুক্তি পান। নিজের সাহিত্যকর্মে নাৎসীদের গণহত্যার সেই ‘সত্যচিত্র’ তুলে ধরায় তাকে ২০০২ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

মানবতা কতটা নিচে নামতে পারে সেই বিষয়টি নাৎসী গণহত্যার চিত্র বর্ণনায় তুলে ধরেছেন কার্তেজ।

/এমপি/