ভুলক্রমে স্কুলবাসে সিআইএর বিস্ফোরক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর এক প্রশিক্ষণ শেষে তাদের বিস্ফোরক পাওয়া গিয়েছে শিশুদের একটি স্কুলবাসে।ভুলক্রমে ওই সব বিস্ফোরক পদার্থ স্কুলবাসে রয়ে গিয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।

ভার্জিনিয়ার অ্যাশবার্নে ব্রায়ার উডস হাই স্কুলে এই ঘটনা ঘটে।বিস্ফোরকের পাত্রটি বাসের ইঞ্জিন কমপার্টমেন্টে লুকানো অবস্থায় পাওয়া যায়।   

o-SCHOOL-BUS-facebook

সিআইএ কর্তৃপক্ষ জানায়, বাসের স্বাভাবিক চলাচলে ওই বিস্ফোরক পদার্থগুলো থেকে কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল না। তবে তাদের এই কৈফিয়তে সন্তুষ্ট হয়নি নগরবাসীদের অনেকেই।

এই বিস্ফোরকসহই প্রাথমিক শ্রেণির ২৬ শিক্ষার্থী ও মাধ্যমিক শ্রেণির এক শিক্ষার্থীকে দুই দিন স্কুলে আনা নেওয়া করেছে বাসটি।ওই কয়দিনে বাসটি মোট আটবার যাওয়া আসা করতে ১৪৫ মাইল পথ পাড়ি দেয়।     

লন্ডন কাউন্টি শেরিফ কার্যালয় থেকে জানানো হয়, বুধবার প্রাত্যহিক দেখাশোনার সময় কিছু বিস্ফোরক পদার্থ পাত্র থেকে পড়ে গেলে সে সম্পর্কে শেরিফ কার্যালয় ও সিআইএকে অবগত করে স্কুল কর্তৃপক্ষ।

বিস্ফোরক উদ্ধারের পর থেকে সিআইএর ওই প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে।

সূত্র- সিএনএন

/ইউআর/